নয়াদিল্লি, ১১ নভেম্বর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিচারপতি সঞ্জীব খান্নাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিচারপতি সঞ্জীব খান্না হলেন সুপ্রিম কোর্টের ৫১-তম প্রধান বিচারপতি।
সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আগামী ৬ মাসের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদের দায়িত্বভার সামলাবেন সঞ্জীব খান্না। ১৯৬০ সালের ১৪ মে জন্ম বিচারপতি খান্নার। ১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তাঁর নাম নথিভুক্ত হয়। দিল্লির নিম্ন আদালত, পরবর্তীকালে দিল্লি হাইকোর্ট এবং বিভিন্ন ট্রাইবুনালে তিনি প্র্যাকটিস করেন। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৬ সালে পার্মানেন্ট বিচারক হন তিনি।