Country

6 days ago

Eastern Railway: পূর্ব রেলের রেকর্ড সাফল্য: ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধে ৫৪.৮৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহন

Eastern Railway
Eastern Railway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০২৪: পূর্ব রেল ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধে (এপ্রিল-অক্টোবর) পণ্য পরিবহনে নতুন সাফল্যের নজির গড়েছে। এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত পূর্ব রেল ৫৪.৮৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে পরিবহন হয়েছিল ৪৪.৮৪৩ মিলিয়ন টন।

এই রেকর্ড পরিবহনের ফলে পূর্ব রেলের পণ্য পরিবহন থেকে আয় বেড়ে হয়েছে ৫১০২.৪৬৪ কোটি টাকা, যা গত বছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালের আয়ের তুলনায় ৩০.৬৮ শতাংশ বেশি। গত অর্থবর্ষের একই সময়ে আয় হয়েছিল ৩৯০৪.৩৪৪ কোটি টাকা।

পূর্ব রেলের এই সাফল্যের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে কয়লা পরিবহন, যা এই বিভাগের পরিবহন আয় বৃদ্ধির মূল চালিকাশক্তি। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট ৩৮.৯৪৭ মিলিয়ন টন কয়লা পরিবহন হয়েছে, যা আগের বছরের একই সময়ে পরিবাহিত ২৭.৭২৬ মিলিয়ন টনের তুলনায় ৩৩.২৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই রেকর্ড-বৃদ্ধি পূর্ব রেলের কর্মক্ষমতা উন্নয়ন এবং দেশের শক্তি চাহিদা মেটাতে তাদের অঙ্গীকারের প্রতিফলন। কর্মীদের নিরলস প্রচেষ্টা এবং কার্যকরী পরিকল্পনার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। পণ্য পরিবহনে আরো সাফল্যের লক্ষ্যে পূর্ব রেল তার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং এ অঞ্চলের আর্থিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

You might also like!