Country

4 days ago

Pralhad Joshi: রাহুল গান্ধী একজন পার্ট-টাইম রাজনৈতিক নেতা, কটাক্ষ প্রহ্লাদ জোশীর

Pralhad Joshi
Pralhad Joshi

 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ জোশী বলেন, রাহুল গান্ধী হলেন একজন পার্ট-টাইম রাজনৈতিক নেতা।

বুধবার প্রহ্লাস জোশী বলেন, "সংসদের অধিবেশন চলাকালীন রাহুল গান্ধী বেশিরভাগ সময় বিদেশে থাকেন, আর পরে বলেন, তিনি কথা বলার সুযোগ পান না। এমনকি বিহার নির্বাচনের সময়ও তিনি বিদেশে ছিলেন। তিনি একজন পার্ট-টাইম কর্মী, কোনও চিন্তিত রাজনৈতিক নেতা নন। আমি ত

তাঁকে জিজ্ঞাসা করতে চাই, কর্ণাটকে জয়লাভের সময় আপনি কী বলেছিলেন? যখন ঝাড়খণ্ডে ইন্ডি জোট জয়লাভ করে, যখন আপনারা তেলেঙ্গানায় জয়লাভ করেন, তখন আপনি কী বলেছিলেন? কিন্তু যখন আপনি হেরে যান, তখন আপনি ইভিএম, নির্বাচন কমিশনকে দোষ দেন। তারা বলতে চান, যখন জয় হয়, তখন তাদের জন্য হয়, কিন্তু যখন তারা হেরে যায়, তখন সিস্টেমের কারণে হয়।"

You might also like!