Country

1 week ago

Kanchanjungha Express: দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা মোদীর

Prime Minister Narendra Modi expressed deep sorrow over the Kanchenjunga Express accident
Prime Minister Narendra Modi expressed deep sorrow over the Kanchenjunga Express accident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক। যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আমি প্রার্থনা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।"

সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি। বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের দু'টি কামরা। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন নীচবাড়ি এলাকায়। সিগন্যাল না পেয়ে নীচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ওই ট্রেনে ধাক্কা মারে। ঘটনায় এক্সপ্রেস ট্রেনের দু'টি কামরা বেলাইন হয়ে যায়।

যাত্রীরা ট্রেনের কামড়া থেকে বেড়িয়ে আসেন। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে কিভাবে একই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরও একটি ট্রেন চলে আসলো তা স্পষ্ট নয়। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্য বেড়িয়ে পড়েছে উদ্ধারকারী দল ও পুলিশ। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে বলেছেন, "আমাদের কাছে এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর তথ্য রয়েছে।"


You might also like!