Country

1 week ago

Bus Accident in Shimla:শিমলায় বাস দুর্ঘটনায় চালক-সহ মৃত ৪, গুরুতর আহত ৭ জন

Bus Accident in Shimla
Bus Accident in Shimla

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশের শিমলা জেলায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। নিহতদের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শিমলা জেলার জুব্বালের চোরি কেঞ্চি এলাকায়। পুলিশ জানিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর-সহ ৪ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কুড্ডু-দিলতারি রুটের বাসটি গন্তব্যে যাচ্ছিল, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় বাসটি। খাদে পড়ে যাওয়ার পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনস্থলেই মৃত্যু হয় দু''জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়। নিহতরা হলেন - করম দাস (চালক), রাকেশ কুমার (কন্ডাক্টর), বিরমা দেবী ও ধ্যন সিং, এই দু''জন নেপালের নাগরিক।


You might also like!