West Bengal

1 week ago

WB Weather: আকাশের মুখভার! প্রাক বর্ষার বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে রেহাই

Weather Update Kolkata (File Picture)
Weather Update Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভ্যাপসা গরম থেকে মুক্তি। অবশেষে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাংলা। বৃহস্পতিবার রাত থেকেই তিলোত্তমার পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবারের মধ্যে মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলেই জানালো হাওয়া অফিস। তবে বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর। রবিবার থেকে কমবে বৃষ্টি। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ২০ দিন পর গতি পেয়েছে মৌসুমী বায়ু। সরেছে ইসলামপুর থেকে। উত্তরবঙ্গের মালদহের বেশিরভাগ অংশ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বত্র ও বিহারের কিছু অংশে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা। তাপমাত্রা কমবে। তবে রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। আবারও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে।

You might also like!