ধর্মনগর (ত্রিপুরা) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিজেপির উদ্যোগে শহরের নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় ধিক্কার ও প্রতিবাদ সভা। এই কর্মসূচিতে প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে জেলার শীর্ষ নেতৃত্ব সকলেই এক মঞ্চে একত্রিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি বলেন বিজেপি সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। অথচ বিরোধীরা শুধুই অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করে তিনি বলেন, ত্রিপুরার উন্নয়নযাত্রাকে ব্যাহত করার জন্য বিরোধীরা বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। কিন্তু জনগণ সব বুঝে গেছেন, উন্নয়নের পক্ষে থাকবেন এবং মিথ্যাচারের বিরুদ্ধে রায় দেবেন।