Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Country

4 weeks ago

Operation Thunder: নাগপুরকে মাদক মুক্ত করার জন্য অপারেশন থান্ডার

Operation Thunder
Operation Thunder

 

নাগপুর, ১৯ জুন : মহারাষ্ট্রের নাগপুর শহরকে মাদকমুক্ত করার জন্য পুলিশ অপারেশন থান্ডার শুরু করে। ১ মার্চ, ২০২৪ থেকে ১৭ জুন, ২০২৫ পর্যন্ত ৮.৬৫ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়।  এক পুলিশ আধিকারিক জানান, অপারেশন থান্ডার শুরুর চার মাসে মোট ৭৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদক দ্রব্যের মধ্যে, এমডি (মেফেড্রোন) পাউডার সবচেয়ে বেশি পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২৮.১ কেজি ডোডা (পোস্তের খোসা), ১.৫৪৮ কেজি আফিম এবং ১.৭৫ কেজি চরস । এই সময়ের মধ্যে পুলিশ ৫৪০টি মামলা নথিভুক্ত করেছে। এছাড়াও ৩৯৯টি মাদকদ্রব্য ব্যবহারের সাথে সম্পর্কিত মামলা নথিভুক্ত করা হয়েছে। যার ফলে ৩৪৪ জন ব্যবহারকারীকে আটক করা হয়েছে। এই অপারেশন এর অধীনে নাগপুর পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ ইউনিট এবং সমস্তস্থানীয় থানার কর্মকর্তারা রয়েছেন। আগামী মাসগুলিতে ও অপারেশন থান্ডার আক্রমণাত্মকভাবে অব্যাহত থাকবে ।

You might also like!