Country

1 week ago

Chandrababu Naidu:‌অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবুর শপথে উপস্থিত মোদী

Chandrababu Naidu
Chandrababu Naidu

 

বিজয়ওয়াড়া, ১২ জুন : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। লোকসভার পাশাপাশি অন্ধ্র বিধানসভাতেও দুর্দান্ত ফল করেছে তেলুগু দেশম পার্টি। তাঁর মন্ত্রিসভার ২৪ জন সদস্যও এদিন শপথ নেন। বিজয়ওয়াড়ায় চন্দ্রবাবুর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথগ্রহণের পর নাইডুকে অভিনন্দন জানান মোদী।

প্রসঙ্গত, কেন্দ্রে এবার তৈরি হয়েছে এনডিএ সরকার। যেখানে দুই শরিক দল টিডিপি ও নীতীশ কুমারের জেডি (‌ইউ)‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই শরিক দলের শপথ অনুষ্ঠানে মোদীও উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন শপথ নেন জনসেনা দলের প্রধান পবন কল্যাণ।


You might also like!