Country

5 days ago

Modi :বাংলাদেশীদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত, ঘোষণা মোদীর

Modi
Modi

 

নয়াদিল্লি : বাংলাদেশী নাগরিকদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ই-মেডিক্যাল ভিসার পাশাপাশি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষদের সুবিধার কথা বিবেচনা করে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার কথাও ঘোষণা করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে সম্পর্কের প্রতিফলন ঘটানো এবং গত এক বছরে গৃহীত উদ্যোগগুলি তুলে ধরেন।

এদিন দু দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হয় একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা। তার মধ্যে অন্যতম হল, ভারত-প্রশান্ত মহাসাগারীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। সে প্রসঙ্গের উল্লেখ করে হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। বলেন, ‘‘এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ।’’

এ প্রসঙ্গে মোদী মন্তব্য, ‘‘বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন-সঙ্গী। তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’’ অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছে শনিবারের বৈঠকে। ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে ‘সবুজ অংশীদারি’ নিয়েও।


You might also like!