Country

1 week ago

Delhi gets relief of Rain: আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে, স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

Delhi gets relief of Rain (File Picture)
Delhi gets relief of Rain (File Picture)

 

নয়াদিল্লি, ২১ জুন: দীর্ঘ অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তি পেল রাজধানী দিল্লি। শুক্রবার দুপুরে স্বস্তির বৃষ্টি হল রাজধানীতে, সমগ্র দিলি-এনসিআর অঞ্চলেই শুক্রবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে হরিয়ানার গুরুগ্রামেও। এই বৃষ্টির সৌজন্যে একপ্রকার প্রাণ ফিরে পেলেন দিল্লিবাসী।

প্রায় এক সপ্তাহ ধরে অসহ্যকর গরমে শাস্তি পেয়েছেন দিল্লিবাসী, এই গরমের মধ্যে জল সঙ্কট আরও তীব্র হয়। এমতাবস্থায় শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া বদলে যায় দিল্লিতে। ঝমঝমিয়ে বৃষ্টি নামে সমগ্র দিল্লি-এনসিআর অঞ্চলেই।

You might also like!