মুম্বই, ২৭ ফেব্রুয়ারি : প্রয়াগরাজের ব্যবস্থাপনায় খুশি ব্যক্ত করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর মতে, প্রয়াগরাজের মহাকুম্ভ ছিল দুর্দান্ত কুম্ভ। বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একনাথ শিন্ডে বলেছেন, "এটি ১৪৪ বছর পর হল। ৬৫ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভ পরিদর্শন করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের পরিকল্পনা ও ব্যবস্থাপনা ভালো ছিল। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কৃতজ্ঞতা জানাই।" পুণে-তে ধর্ষণের মামলা প্রসঙ্গেও মুখ খুলেছে একনাথ শিন্ডে। তাঁর কথায়, "এই মামলায় অপরাধী যেই হোক না কেন, তাকে রেহাই দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"