Country

13 hours ago

Himachal Pradesh rains: ভারী বৃষ্টির মধ্যে ভূমিধস, অবরুদ্ধ হয়ে পড়ল চন্ডীগড়-মানালি হাইওয়ে

Chandigarh-Manali highway closed
Chandigarh-Manali highway closed

 

চন্ডীগড়, ২৮ আগস্ট : ভারী বৃষ্টির মধ্যেই ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল চন্ডীগড়-মানালি হাইওয়ে। ভারী বৃষ্টির মধ্যেই বনলায় ভূমিধসের কারণে চণ্ডীগড়-মানালি হাইওয়ে বৃহস্পতিবার বন্ধ রাখা হয়। রাস্তায় সংস্কারের কাজ চলছে। গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন অনেকেই। এএসআই ভূপিন্দর সিং বলেছেন, "বুধবার রাত ৮:৪৫ মিনিট নাগাদ এখানে একটি ভূমিধসের ঘটনা ঘটে। আমরা পুরো এলাকা পরীক্ষা করে দেখেছি এবং ধ্বংসস্তূপের নীচে কোনও গাড়ি আটকে নেই। এটি চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ৩।"

You might also like!