Country

2 hours ago

Jairam Ramesh: 'জিএসটি ১.৫' কটাক্ষ জয়রামের

Jairam Ramesh
Jairam Ramesh

 

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: জিএসটি-র কাঠামো এবং বিভিন্ন পণ্য ও পরিষেবার করের হারে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জিএসটি পরিষদ। কংগ্রেস অবশ্য একে জিএসটি ২.০ আখ্যা দিতে রাজি নয়। তাদের মতে এই পরিবর্তনকে জিএসটি ১.৫ বলা যেতে পারে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য, এই সংস্কার লগ্নিকে উৎসাহিত করবে কিনা, ছোট শিল্পের বোঝা কমাবে কিনা, তা সময়ই বলবে। তবে দেশ প্রকৃত জিএসটি ২.০-র অপেক্ষায় থাকবে।

You might also like!