Country

1 week ago

Taslima Nasreen : “ইসকন কি সন্ত্রাসী সংগঠন যে একে নিষিদ্ধ করতে হবে”, প্রশ্ন তসলিমার

Taslima Nasrin
Taslima Nasrin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  “ইসকন কি সন্ত্রাসী সংগঠন যে একে নিষিদ্ধ করতে হবে?ইসকনের লোকেরা কি চিৎকার করে 'হরে কৃষ্ণ হরে রাম' বলে কাউকে খুন করেছে এ পর্যন্ত?” সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।তসলিমা লিখেছেন, “চট্টগ্রামের 'হেফাজতে ইসলাম' ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তাদের স্লোগান ছিল 'একটা একটা ইসকন ধর, ধরে ধরে জবাই কর'। হেফাজতে ইসলাম সন্ত্রাসের ডাক দিয়েছে। ইসকনিদের জবাই করতে চায় তারা। সন্ত্রাসীরাই জবাই করে মানুষকে।

ইসলামী সন্ত্রাসীরা কিন্তু চিৎকার করে 'আল্লাহু আকবর' বলে মানুষ খুন করে। পৃথিবীর বহু দেশে ইসকন আছে, কোথাও ইসকনকে নিয়ে সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে হয়। কেন হয়? যেহেতু এ দেশে মুসলিম সন্ত্রাসীর সংখ্যা অত্যন্ত বেশি, সন্ত্রাসীরা অন্য কোনও ধর্মের লোককে বরদাস্ত করে না, তারা ছলে-বলে-কৌশলে বিধর্মীদের নির্যাতন করে, বিধর্মীদের হত্যা করে, অথবা বিধর্মীদের ভূমিছাড়া করে। হেফাজতিরা এখানে সন্ত্রাসীর ভূমিকায়, আর ইসকন নির্যাতিত বিধর্মীর ভূমিকায়।”

You might also like!