Technology

1 week ago

50MP Selfie ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হল iQOO 5G ,ফোনের দামে 3000 টাকা ডিসকাউন্ট

iQOO Neo 9 Pro 5G
iQOO Neo 9 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইকিউ চলতি বছরের শুরুতে তার পাওয়ারফুল 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Neo 9 Pro লঞ্চ করেছে। আইকিউ নিও 9 প্রো ফোনে আপাতত 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট, 50MP রিয়ার ক্যামেরা এবং 144Hz রিফ্রেশ রেট সহ একাধিক ফিচার রয়েছে। আসুন আইকিউ নিও 9 প্রো 5জি ফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO Neo 9 Pro 5G এর অফার এবং দাম

বর্তমানে iQOO Neo 9 Pro ফোনের 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টটি অফার সহ মাত্র 32,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই মডেলটি 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

iQOO Neo9 Pro 5G ফোনের 8GB+256GB স্টোরেজ অপশন অফার সহ 34,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। মডেলটির লঞ্চ প্রাইস37,999 টাকা।

এই ফোনটির 12GB + 256GB টপ ভেরিয়েন্ট অফার সহ 36,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই মডেলটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

যেসব গ্রাহকরা ফোনটি কেনার সময় ফুল পেমেন্ট করতে চান না তাদের জন্য নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।

এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে 29,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

iQOO Neo9 Pro 5G ফোনটি ফায়ারি রেড এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হয়।

iQOO Neo 9 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশরেট এবং 3000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর:  iQOO Neo 9 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো 740 GPU রয়েছে।

স্টোরেজ: iQOO Neo 9 Pro ফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB UFS 4.0 স্টোরেজ অপশনে সেল করা হয়।

ক্যামেরা: iQOO Neo 9 Pro ফোনে OIS ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল SONY IMX920 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: iQOO Neo 9 Pro ফোনে IP54 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 7, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 এর সঙ্গে পেশ করা হয়েছিল।

You might also like!