Country

1 week ago

Narendra Modi :ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের গতি হয় দ্বিগুণ, সুবিধাও মেলে দ্রুত : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ : ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের গতি দ্বিগুণ হয়, সেই সঙ্গে প্রকল্পের সুবিধাও হয় দ্বিগুণ। মহারাষ্ট্রের নাসিকে ভোটপ্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিনের সরকারের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ডাবল ইঞ্জিনের সরকারে প্রকল্পগুলির সুবিধাও দ্বিগুণ হয়। মহারাষ্ট্রের কৃষকরা এখন তা অনুভব করছেন। এখানে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন। সেই সঙ্গে তাঁরা পাচ্ছেন নমো চাষী মহা সম্মান নিধি। তা হল বার্ষিক ১২ হাজার টাকার আর্থিক সাহায্য। আমি আমার কৃষক বন্ধুদের বলতে চাই, মহারাষ্ট্রে আবার যখন আমাদের সরকার গঠিত হবে, তখন এই ১২ হাজার টাকার সাহায্য বেড়ে ১৫ হাজার টাকা হবে। মহারাষ্ট্রের লক্ষাধিক কৃষক পরিবার এর থেকে বিশাল সুবিধা পাবে।"

কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেসের স্পষ্ট মতামত হল, ওবিসি দুর্বল হলেই কংগ্রেসের জন্য ক্ষমতার পথ খুলে যাবে, তাই কংগ্রেস ওবিসিদের মধ্যে ফাটল তৈরি করতে চায়। এখানে নাসিকে, অনেক ওবিসি জাতি আছে...কংগ্রেস চায় এই সমস্ত জাতি নিজেদের মধ্যে লড়াই করুক...কংগ্রেস আপনাদের ধ্বংস করতে মাঠে নেমেছে। কংগ্রেস আপনাদের ঐক্য এবং শক্তি দেখে সবচেয়ে বেশি বিরক্ত হয়। এই কারণেই কংগ্রেস চায় ওবিসিরা তাদের ঐক্য হারিয়ে ফেলুক।"

You might also like!