Country

14 hours ago

Ashwini Vaishnaw: ভারত স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আলোকস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে , অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnaw
Ashwini Vaishnaw

 

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : "আমরা অভূতপূর্ব সময়ে বাস করছি, বিশ্বব্যাপী নীতিগত অস্থিরতা বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। এই অস্থির সময়ে, ভারত স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আলোকস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে।" জোর দিয়ে বললেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, এই অনিশ্চিত সময়ে আপনাদের ভারতে আসা উচিত, কারণ আমাদের নীতিগুলি স্থিতিশীল।" মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "মাত্র কয়েক বছর আগে, আমাদের প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির দ্বারা চালিত হয়ে আমরা ভারত সেমিকন্ডাক্টর মিশন চালু করেছি। সাড়ে তিন বছরের অল্প সময়ের মধ্যে, বিশ্ব আমাদের আস্থার নজরে দেখছে।"

You might also like!