দেহরাদূন, ২১ আগস্ট : দেবভূমি উত্তরাখণ্ডে আগামী দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি, আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও খুব ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। বৃষ্টি ও ভূমিধসের কারণে ইতিমধ্যেই প্রায় ১৫০টি রাস্তা বন্ধ রয়েছে, যার মধ্যে রয়েছে কিছু জাতীয় মহাসড়ক ও গ্রামের সঙ্গে সংযোগকারী অসংখ্য গ্রামীণ সড়ক। গঙ্গোত্রী জাতীয় মহাসড়ক অনেক স্থানে বন্ধ রয়েছে। একইভাবে যমুনোত্রী জাতীয় মহাসড়কও কিছু স্থানে বন্ধ রয়েছে। এমতাবস্থায় ফের ভারী বৃষ্টি হবে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ধারাসু পুরানা থানা ও সোনাগড়ের কাছে গঙ্গোত্রী জাতীয় মহাসড়ক অবরুদ্ধ। কুঠনৌর ও নারদচট্টির কাছে যমুনাত্রী মহাসড়ক অবরুদ্ধ।