Country

17 hours ago

Heavy Rainfall Across Multiple States: গুজরাট ও গোয়ায় ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণ ভারতেও চলবে বৃষ্টি

IMD Forecasts Heavy Rainfall Across Multiple States
IMD Forecasts Heavy Rainfall Across Multiple States

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : গুজরাট, কোঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও আগামী দুই থেকে তিন দিন মধ্যপ্রদেশ, বিদর্ভ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মতো রবিবার সকালেই বৃষ্টি হয়েছে মুম্বইয়ে, বাণিজ্যনগরীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আইএমডি জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও একই রকম পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ৩-৪ দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, পূর্ব রাজস্থান ও উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!