Country

2 hours ago

Hyderabad shocker: হায়দরাবাদে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু, তদন্ত শুরু পুলিশের

A representative photo of a crime scene
A representative photo of a crime scene

 

হায়দরাবাদ, ২১ আগস্ট : তেলেঙ্গানার হায়দরাবাদে রহস্যজনকভাবে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। বৃহস্পতিবার হায়দরাবাদের মাহবুবপেট এলাকার মাকথায় নিজ বাড়িতে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ পাওয়া গিয়েছে।মিয়াপুর থানার ইন্সপেক্টর বলেছেন, "আমরা তথ্য পেয়েছি যে মাহবুবপেট এলাকার মাকথায় একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন স্বামী, তাঁর স্ত্রী, তাদের মেয়ে, জামাই এবং নাতনি রয়েছেন। আমরা একটি মামলা দায়ের করেছি এবং বর্তমানে বিষয়টি তদন্ত করছি।"


You might also like!