Country

4 hours ago

Chhattisgarh Naxal Encounter: শনাক্ত হলো অবুঝমারে নিহত মহিলা মাওবাদীর পরিচয়

Chhattisgarh Naxal Encounter
Chhattisgarh Naxal Encounter

 

দান্তেওয়াড়া, ৭ সেপ্টেম্বর : ছত্তিশগড়ের অবুঝমারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মহিলা মাওবাদীর পরিচয় শনাক্ত করা হয়েছে। জানা গেছে, তার নাম সোধি বিমলা। উল্লেখ্য, তার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। বস্তার ডিভিশনের আইজি বিষয়টি নিশ্চিত করেছেন। দান্তেওয়াড়া-নারায়ণপুর জেলার সীমান্তে অবুঝমারে ওরছা থানা এলাকা এবং আশেপাশের এলাকায় পূর্ব বস্তার ডিভিশনে মাওবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান শুরু হয়। সংঘর্ষে একজন মহিলা মাওবাদী নিহত হন, যার নাম সোধি বিমলা। তার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। এর আগে বেশ কয়েকবার পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সে। নিহত মহিলা মাওবাদীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

বস্তারের আইজি সুন্দররাজ পি. বলেন যে, মাওবাদীরা নেন্দুর-গাওয়াদির জঙ্গল-পাহাড় সংলগ্ন এলাকায় তাদের অস্থায়ী ঘাঁটি তৈরি করেছিল। নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মাওবাদীরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা নিরাপত্তা বাহিনীও গুলি চালায়। তাতেই নিহত হয় ওই মহিলা মাওবাদী। পরে তল্লাশির সময় ঘটনাস্থলে অনেক রক্তের দাগ পাওয়া গেছে। যার ভিত্তিতে পুলিশ অনুমান করছে যে বিপুল সংখ্যক মাওবাদী আহত হয়ে

You might also like!