পুণে, ১৩ সেপ্টেম্বর : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে মহারাষ্ট্রের পুণে-তে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫-তম জন্মদিন উদযাপনের জন্য পুণে-তে সাইকেল র্যালির আয়োজন করেন বিজেপি সাংসদ মেধা কুলকার্নি, এই সাইকেল র্যালিতে অংশ সাংসদ অনুরাগ ঠাকুরও।
অনুরাগ বলেছেন, "সাংসদ মেধা কুলকার্নির নেতৃত্বে 'পুণে অন প্যাডেল'-এর সাফল্যের জন্য পুণে-তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। দেশের প্রধানমন্ত্রীকে তাঁর ৭৫-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। এখানে শিশুদের মধ্যে ৭৫টি সাইকেল বিতরণ করা হয়েছে। হাজার হাজার মানুষ সাইক্লিং এবং ওয়াকাথনে অংশগ্রহণ করেছেন।"