Country

4 hours ago

Curfew enters second day in Nagpur : নাগপুরে দ্বিতীয় দিনে পড়ল কারফিউ, রয়েছে চাপা উত্তেজনা

Curfew enters second day in Nagpur
Curfew enters second day in Nagpur

 

নাগপুর, ১৯ মার্চ :  মহারাষ্ট্রের নাগপুরে বুধবার দ্বিতীয় দিনে পড়ল কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, চাপা উত্তেজনা এখনও রয়েছে। উত্তেজনাপূর্ণ এলাকায় বুধবার সকালেও টহল দিয়েছে পুলিশ। নাগপুর শহরের মহল এলাকায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। নাগপুরের হিংসা সম্পর্কে ডিসিপি রাহুল মাকনিকার বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত চলছে। আমরা ১০টি দল গঠন করেছি। আমরা এখনও পর্যন্ত ৫০ জনকে আটক করেছি।"

এদিকে, নাগপুরের হিংসাত্মক ঘটনায় গণেশপেঠ থানায় দায়ের করা এফআইআর থেকে জানা গিয়েছে, ঘটনার সময় একজন অভিযুক্ত আরসিপি স্কোয়াডের কর্তব্যরত মহিলা পুলিশ অফিসারের পোশাক এবং শরীর খারাপভাবে স্পর্শ করেছিল। অভিযুক্ত ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গিও করেছিল এবং কিছু মহিলা পুলিশ কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছিল।


You might also like!