Game

3 hours ago

India vs Maldives: ভারত বনাম মালদ্বীপ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে হেড-টু-হেড রেকর্ড

Sunil Chhetri
Sunil Chhetri

 

কলকাতা, ১৯ মার্চ : বুধবার শিলং এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছে ভারতীয় পুরুষ ফুটবল দল। অবসর ভেঙে বুধবারের প্রীতি ম্যাচ দিয়ে আবার ভারতীয় দলে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১২৬-তম স্থানে রয়েছে যেখানে মালদ্বীপ ১৬২তম স্থানে রয়েছে অর্থাৎ ৩০ ধাপ নিচে রয়েছে।

ভারত ও মালদ্বীপ হেড টু হেড রেকর্ড:

খেলেছে : ২১টি

ভারত জিতেছে : ১৫টি

মালদ্বীপ জিতেছে : ৪টি

ড্র হয়েছে: ২টি


You might also like!