দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : এপ্রিলিয়া ইন্ডিয়া (Aprilia India) তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক Aprilia RS 457-এর উপর নতুন ছাড়ের ঘোষণা করেছে। বিশেষ করে যারা কুইকশিফটার (Quickshifter) অ্যাক্সেসরিজ সহ বাইকটি কিনতে চান, তাদের জন্য এই অফার বেশ লাভজনক হতে পারে। সাধারণত এই অ্যাক্সেসরিজ কিনতে ২০,০৫০ টাকা খরচ হয়। তবে বিশেষ অফারের কারণে এটি ৭,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। এর অর্থ হল মোট ১৩,০৫০ টাকা ছাড় পাওয়া যাবে।
চলতি বছর জানুয়ারিতেই বাইকের ১০ হাজার টাকা বাড়িয়েছে কোম্পানি। যাঁরা Aprilia RS 457 স্পোর্টস বাইক কিনতে আগ্রহী বা আগামীদিনে কেনার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এই অফার কাজে আসতে পারে। তবে, আপাতত অফারটি ভারতে কেবল একটি শহরেই পাওয়া যাচ্ছে। শুধুমাত্র দিল্লিতেই পাওয়া যাবে এই ছাড়, যা রয়েছে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। এটি ছাড়াও প্রি-বুকিংয়ে ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার দাবিও করেছে এপ্রিলিয়া।
উচ্চ কর্মদক্ষতার জন্য এই মোটরসাইকেলে ৪৫৭ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৪৬.৭ হর্সপাওয়ার এবং ৪৩.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। একে যোগ্য সঙ্গত দেয় ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স। গ্রাহকেরা এই বাইকের সাথে কুইকশিফটার অ্যাক্সেসরিজ হিসেবে বেছে নিতে পারেন।
বাইকের অন্যান্য হার্ডওয়্যার সেটআপের মধ্যে মিলবে অ্যালমুনিয়াম ফ্রেম দিয়ে তৈরি বডি, মিলবে আপসাইড ডাউন এবং মনোশক সাসপেনশন, দু’চাকাতেই ডিস্ক ব্রেক এবং স্কিডিং এড়াতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। স্মার্ট ফিচার হিসেবে পাওয়া যাবে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন এবং এলইডি লাইটিং। অফার বাদ দিলে ভারতে এই স্পোর্টস বাইকের দাম ৪.২০ লাখ টাকা (এক্স-শোরুম)।