Country

2 months ago

Flood situation in Uttrakhand:বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের নানা অংশে, সামগ্রিক অবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ধামি

Flood situation in Uttrakhand
Flood situation in Uttrakhand

 

দেহরাদূন, ৯ জুলাই : ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার আকাশপথে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও উদ্ধারকাজে জোর দিতে আহ্বান জানান। এদিন হলদওয়ানি, বনবাসা, টনকপুর, সিতারগঞ্জ, খাতিমা এবং কুমায়ুন বিভাগের অধীনে অন্যান্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ধামি।

নৈনিতাল জেলার হলদওয়ানির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত মানুষজনকে নিরাপদ স্থানেও পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী ধামি জানান, আমাদের সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। দুর্যোগের পর জলবাহিত রোগ প্রতিরোধে বন্যা কবলিত এলাকায় ওষুধ সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!