Country

1 week ago

Haryana: দূষণ রুখতে প্রয়াস, গুরুগ্রামে বহুতল থেকে জল ছিটিয়ে "কৃত্রিম বৃষ্টি"-র ব্যবস্থা

'Artificial rain' by sprinkling water from high-rises in Gurugram to curb pollution
'Artificial rain' by sprinkling water from high-rises in Gurugram to curb pollution

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বায়ুদূষণে জেরবার দিল্লি ও সংলগ্ন একাধিক রাজ্য। হরিয়ানার গুরুগ্রামও দূষণে নাজেহাল। এই দূষণ থেকে রক্ষা পেতে ''কৃত্রিম বৃষ্টি"-র ব্যবস্থা করা হল গুরুগ্রামে। উঁচু বহুতল থেকে ছিটানো হল জল। গুরুগ্রামের সেক্টর ৮২-তে ডিএলএফ প্রাইমাস সোসাইটিতে উঁচু বহুতল থেকে ছিটানো হয় জল।

ডিএলএফ প্রাইমাস সেক্টর ৮২ আরডব্লিউএফ সভাপতি এ যাদব বলেছেন, "আমরা এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ৩২ তলা বিশিষ্ট উঁচু টাওয়ারের ফায়ার লাইন থেকে কৃত্রিম বৃষ্টিপাত করছি৷ যদি গুরুগ্রামে বাতাসের গুণমান খারাপ হয়, আমরা প্রস্তুত৷ আমরা দূষণ নিয়ন্ত্রণে গাড়ি-পুল সহ অন্যান্য পদক্ষেপও নিয়েছি।"

You might also like!