West Bengal

1 week ago

Ashok Lahiri: ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভারত-মার্কিন সম্পর্ক উন্নতির আশাবাদ: অশোক লাহিড়ী

Ashok Lahiri
Ashok Lahiri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে  সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অশোকবাবু বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আগে থেকেই সুসম্পর্ক রয়েছে। তাই আশা করা যায়, ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত এবং বন্ধুত্বপূর্ণ হবে।"

ভারতীয় মুদ্রার মান বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, "মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম বৃদ্ধি পেতে পারে, যা ভারতীয় অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে, ট্রাম্পের প্রত্যক্ষ কর হ্রাসের পরিকল্পনা সে দেশে মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে নির্ভর করবে অনেক কিছু।"

তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প প্রতিবাদ জানিয়েছেন, যা ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনা বাড়াতে পারে। অশোক লাহিড়ীর মতে, "বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে আমেরিকা তা রুখে দিতে উদ্যোগ নিতে পারে।"

এছাড়া অশোক লাহিড়ী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যদি আমি ভুল করি, সাংবাদিকদের উচিত তা তুলে ধরা। কারণ, সমাজের আয়না হিসেবে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্ভীক সাংবাদিকতা রাজনৈতিক ব্যক্তিত্বকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকদের যেন বিক্রি হয়ে যেতে না হয়।” সাংবাদিকদের শিরদাঁড়া সোজা রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

You might also like!