Country

1 day ago

Delhi Pollution: উদ্বেগজনক পর্যায়ে দিল্লির বায়ুদূষণ, একিউআই ৩৫০-এর ঊর্ধ্বে

Air pollution in Delhi
Air pollution in Delhi

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : বায়ুদূষণে নাজেহাল দিল্লি ও এনসিআর অঞ্চল। বৃহস্পতিবারও দিল্লির বাতাসের গুণগতমান থাকল মন্দ পর্যায়ে। কোথাও কোথাও আবার উদ্বেগজনক পর্যায়ে। বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমান (একিউআই) ছিল ৩০০ থেকে ৪০০-র মধ্যে। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অক্ষরধাম, নজফগড়, আর কে পুরম, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিনও বায়ুদূষণের কবলে ছিল।

বৃহস্পতিবার সকালে দিল্লির বায়ুর মান ছিল ‘মন্দ থেকে খারাপ' পর্যায়ে। দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মরসুমে পরিস্থিতি আরও চিন্তাজনক। নজফগড়ে এদিন সকালে একিউআই ছিল ২৮৪, আর কে পুরমে ৩৭৪, আনন্দ বিহারে ৪১৫, গাজীপুরে ৪১৬, বারাপুল্লাহ ফ্লাইওভারে ৩৫৬, অক্ষরধাম এলাকায় ৪১৬।

You might also like!