Country

2 hours ago

Srinagar Blast: থানায় দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়েছে, মন্তব্য জম্মু ও কাশ্মীরের ডিজিপি-র

Srinagar Nowgam Blast
Srinagar Nowgam Blast

 

শ্রীনগর, ১৫ নভেম্বর : শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করলেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলীন প্রভাত। তিনি জানান, "নওগাম থানায় ২০২৫ সালের এফআইআর ১৬২-এর তদন্তের সময়, ৯ ও ১০ নভেম্বর ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ, রাসায়নিক উদ্ধার করা হয়েছিল। এই উদ্ধার হওয়া সবকিছু, আমাদের করা অন্যান্য উদ্ধারের মতো, নওগাম থানার খোলা জায়গায় নিরাপদে রাখা হয়েছিল। নির্ধারিত পদ্ধতির অংশ হিসাবে, উদ্ধারের নমুনাগুলি আরও ফরেনসিক এবং রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল, এই প্রক্রিয়াটি গত ২ দিন ধরে চলছিল, যার অর্থ গতকাল এবং তার আগের দিন, ফরেনসিক টিম কর্তৃক নমুনা প্রক্রিয়া এবং পরিচালনা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছিল। কিন্তু গতরাতে ১১.২০ মিনিট নাগাদ একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এসআইএ, এফএসএল টিমের ৩ জন কর্মী, ২ জন ক্রাইম সিন ফটোগ্রাফার, ম্যাজিস্ট্রেট টিমের অংশ ছিলেন ২ জন রাজস্ব আধিকারিক, এই দলের সঙ্গে যুক্ত ১ জন দর্জি। এছাড়াও, ২৭ জন পুলিশ কর্মী, ২ জন রেভিনিউ অফিসার এবং ৩ জন পার্শ্ববর্তী এলাকার নাগরিকরা আহত হয়েছেন, যাদের তাৎক্ষণিকভাবে নিকটতম হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা ভবনটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এমনকি সংলগ্ন ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। এই দুর্ভাগ্যজনক ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এই শোকের মুহূর্তে জম্মু ও কাশ্মীর পুলিশ নিহতদের পরিবারের পাশে আছে।"

You might also like!