Country

4 days ago

Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কংগ্রেস নেতা রাহুল গান্ধী 'ভোটচুরি' নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ৬০০০ ভোট চুরির চেষ্টা করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন প্রথমে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল, পরে তারা আংশিকভাবে অভিযোগটি মেনে নেয় এবং এরপর পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।

এবার থেকে অনলাইনে আবেদন করে ভোট মুছতে চাইলে, ভোট নথিভুক্ত করাতে চাইলে বা কোনওরকম সংশোধন করাতে চাইলে ই-সাইন বাধ্যতামূলক। সেই সঙ্গে বাধ্যতামূলক আধার কার্ড সংযুক্ত ফোন নম্বর। আগে অনলাইনে ভোট ডিলিট করা বা সংশোধন করার আবেদন করতে হলে শুধু মাত্র এপিকের সঙ্গে সংযুক্ত ফোন নম্বর প্রয়োজন পড়ত। ওই ফোন নম্বরের কোনওরকম ভেরিফিকেশন হত না। সোমবার পর্যন্ত কমিশনের অ্যাপ বা ওয়েবসাইটে ভোটার কার্ডে সংশোধন বা ডিলিট করার জন্য ই-সাইনের প্রয়োজন পড়ত না বা আধার সংযুক্ত মোবাইল নম্বরের প্রয়োজন পড়ত না। মঙ্গলবার থেকেই সেটার প্রয়োজন পড়ছে।

কমিশন অবশ্য আগেই জানিয়েছিল, অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে। যদিও কংগ্রেসের অভিযোগ, এতদিন কমিশন তদন্তে কোনওরকম সহযোগিতা করেনি। এবার বাধ্য হয়েই চুপিচুপি পদক্ষেপ করছে।

You might also like!