নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআরএস-সহ ৩টি দল। বাকি দু'টি দল হল, বিজেডি ও শিরোমণি অকালি দল। বিআরএস, বিজেডি ও শিরোমণি অকালি দল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারই উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন। এই নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের প্রতিপক্ষ হলেন বিরোধী ইন্ডি জোটের মনোনীত প্রার্থী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। দিনের শেষে ভোট গণনা অনুষ্ঠিত হবে।