Business

1 year ago

Savings with monthly income on investment: চার প্রকল্পে বিনিয়োগে মাসিক আয়ের সঙ্গে সঞ্চয়ও করতে পারেন

You can save with monthly income by investing in four projects
You can save with monthly income by investing in four projects

 



দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজীবন স্বাচ্ছন্দে কাটানোর জন্য সেই সময় অবসরকালীন পরিকল্পনার প্রয়োজন হয়। মনে রাখতে হবে, এমন ভাবে আপনাকে আপনাকে পরিকল্পনা সাজাতে হবে যাতে নিয়মিত আয় বজায় রাখতে পারেন। পাশাপাশি, বিভিন্ন প্রয়োজনের জন্য অর্থ সঞ্চয় করতেও পারেন। বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, এজন্য অবসরকালীন সুবিধার সময় হাতে পাওয়া অর্থকে দু'টি ভাগে ভাগ করে নিতে পারেন। এর মধ্যে এক ভাগ নিয়মিত আয় এবং অপরটি সঞ্চয়ের জন্য ব্যবহার করতে পারেন। এতে নিয়মিত আয়ের সঙ্গেই কর্পাস তৈরির ক্ষেত্রেও সুবিধা হবে। কোন প্রকল্পগুলিতে ষাটোর কোঠায় পৌঁছলে বিনিয়োগ করবেন, দেখে নিন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

পোস্ট অফিসের এই প্রকল্পে সাধারণত ষাট পেরোলেই বিনিয়োগ করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বয়সের আগেও বিনিয়োগ করা যেতে পারে। চলতি বছরের বাজেটে এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে আপনি 30 লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। পাঁচ বছরের মেয়াদে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। প্রত্যেক কোয়ার্টারের শেষে আপনার হাতে আসবে এই প্রকল্পে বিনিয়োগের সুদের পরিমাণ। বর্তমানে এই প্রকল্পে মিলছে 8.2 শতাংশ সুদ।

স্থায়ী আমানত

ফিক্সড ডিপোজিট আপনার কর্পাস তৈরির জন্য উপযুক্ত হতে পারে। এই প্রকল্পে বর্তমানে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে 9 শতাংশ পর্যন্ত সুদ মিলছে। কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 7.75 শতাংশেরও বেশি সুদ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই প্রকল্পে বিনিয়োগের কথা ভাবতে পারেন।

মিউচুয়াল ফান্ড

প্রবীণ নাগরিকরা ডেট মিউচুয়াল ফান্ড অথবা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবতে পারেন। প্রাথমিকভাবে আপনাকে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু রিটার্ন নিশ্চিত নয়। সবসময়ই এই ধরনের প্রকল্পগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি ধাওয়া করে। তাই সতর্কতা অবলম্বন করে আপনাকে নিজের বিনিয়োগের ফান্ড বেছে নিতে হবে।

পোস্ট অফিসের এই প্রকল্পে আকর্ষণীয় রিটার্ন পাওয়া যায়। প্রতি মাসে আপনি এই প্রকল্প থেকে আয় করতে পারেন। 2023 সালের 1 এপ্রিল থেকে এই প্রকল্পে পাওয়া যাচ্ছে 7.2 শতাংশ সুদ। পাশাপাশি, বাজেটে এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ 9 লক্ষ টাকা করা হয়েছে। যৌথভাবে বিনিয়োগের ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন।


You might also like!