নয়াদিল্লি, ১৭ জুলাই : কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর দেশজুড়ে টমেটোর পাইকারি দাম নিম্নমুখী। যে সব অঞ্চলে টমেটোর দাম বেশী, সেখানে কেজি পিছু ৮০ টাকা হারে সরকার টমেটো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এবং বিক্রি শুরুও হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা।
দেশের ৫০০টিরও বেশি জায়গায় পরিস্থিতির মূল্যায়নের পর দেশের বিভিন্ন স্থানে নাফেড এবং এনসিসিএফ টমেটো বিক্রি শুরু করেছে। দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা , মুজফফরপুর এবং আরায় বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। সোমবার থেকে আরও নতুন নতুন জায়গায় টমেটো বিক্রি শুরু হয়েছে।