দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহে এবার শুধুমাত্র কি পাঁচদিন খোলা থাকবে ব্যাঙ্ক? ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবসের বিষয়ে উল্লেখ করে অর্থ মন্ত্রকের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ এ প্রসঙ্গে সংসদে তথ্য জানিয়েছেন। যদিও সেই প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রক কী ভাবছে তা খোলসা করা হয়নি বলেই রিপোর্টে জানানো হয়েছে।
তবে ব্যাঙ্ক ইউনিয়নগুলোর দাবি অনুযায়ী, প্রতি শনি ও রবিবারেই পাকাপাকি ভাবে ব্যাঙ্ক বন্ধ থাকতে হবে। যদি ব্যাঙ্ক কর্মীদের এই আবেদনে সাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে সাপ্তাহিক দিনগুলোতে তাঁদের কাজের সময় বৃদ্ধি পেতে পারে। সোম থেকে শুক্র এই পাঁচদিনে কাজের সময় 40 মিনিট থেকে 1 ঘণ্টা বৃদ্ধি হতে পারে।