Business

1 year ago

উৎসবের মরসুমে মদেই লক্ষীলাভ! মাত্র ৪৫ দিনে আয় ৩০০০ কোটি

Business  in Bengal
Business in Bengal

 


কলকাতা, ১৪ অক্টোবর  : রাজ্যের কোষাগারে বিপুল আয়ের পথ দেখিয়েছে বারবারই রাজ্যের আবগারি দফতর। এ বার দুর্গাপুজোকে কেন্দ্র করেও আবগারি দফতর বিপুল লাভের মুখ দেখাল রাজ্যেকে। মদের দাম পুজোর আগে বাড়ার কথা থাকলেও তা বাড়ায়নি সংস্থাগুলি। কিন্তু তা সত্ত্বেও মদ বিক্রি করে রেকর্ড আয় হয়েছে রাজ্যের।

মূলত দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা আগে থেকেই মদ তুলে নিয়েছিল। তার জন্যই সেপ্টেম্বরের বিক্রির পরিমাণ এতটাই বলে দাবি করছেন দফতরের আধিকারিকরা। পাশাপাশি অক্টোবরের প্রথম সপ্তাহেও রেকর্ড মদ বিক্রি হয়েছে রাজ্যে।

গত সেপ্টেম্বর মাসে মদ থেকেই রেকর্ড আয় করেছে রাজ্য। যাকে আবগারি দফতরের আধিকারিকরা নজিরবিহীন বলেই দাবি করছেন। সাধারণত প্রতিদিন গড়ে ৫০-৬০ কোটি বিক্রি হয় রাজ্যজুড়ে। কিন্তু সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে ৭০ কোটি টাকা করে মদ বিক্রি হয়েছে বলে দাবি আবগারি দফতরের আধিকারিকরা। সেপ্টেম্বর মাসেই রাজ্যজুড়ে মদ বিক্রি হয়েছে ২১০০ কোটি টাকা। তার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিক্রির পরিমাণ অনেকটাই ছিল বলেই দাবি দফতরের আধিকারিকদের। আবগারি দফতরের সূত্রে খবর, অক্টোবর মাসের প্রথম ১০ দিন পর্যন্ত বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকারও বেশি মদ। তার মধ্যে ২ অক্টোবর সপ্তমীর দিন রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ ছিল।


You might also like!