Business

1 year ago

Narendra Modi : ভারতে শীঘ্রই নগদকে ছাড়িয়ে যাবে ডিজিটাল লেনদেন : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাব্যক্ত করে বলেছেন, ডিজিটাল লেনদেন খুব শীঘ্রই নগদকে ছাড়িয়ে যাবে, যেহেতু ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ক্রমবর্ধমানভাবে দেশের সবচেয়ে পছন্দের অর্থপ্রদানের ব্যবস্থা হয়ে উঠছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর ভার্চুয়াল উপস্থিতিতে, ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউ পি আই) এবং সিঙ্গাপুরের পে নাও-এর মধ্যে সংযোগের সূচনা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং সিঙ্গাপুরের মূদ্রা কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর রবি মেনন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই ব্যবস্থা চালু করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, এই সুবিধা আমাদের প্রবাসী, পেশাদার, ছাত্র এবং তাঁদের পরিবারকে উপকৃত করবে। বর্তমান যুগে প্রযুক্তি আমাদের একে অপরের সঙ্গে বিভিন্ন উপায়ে সংযুক্ত করে। ফিনটেক একটি সেক্টর যা মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে। সাধারণত, এটি একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আজকের সূচনাটি ক্রস-বর্ডার ফিনটেক সংযোগের একটি নতুন অধ্যায় শুরু করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, ইউপিআই-পে নাও লিঙ্কেজ (ভারত ও সিঙ্গাপুরের মধ্যে) চালু করা দুই দেশের নাগরিকদের জন্য একটি উপহার, যার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমি এ জন্য ভারত ও সিঙ্গাপুর উভয় দেশের জনগণকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর কথায়, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি শাসন ও জনসেবা প্রদানের ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সম্ভব করেছে।


You might also like!