Business

1 year ago

Tomato prices Hike : আরও বৃদ্ধি পেতে পারে টোম্যাটোর দাম!ভর্তুকি দিয়ে টোম্যাটো বিক্রি করবে কেন্দ্র, জেনে নিন দাম

Tomato Price  (Symbolic Picture)
Tomato Price (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিদিন লাফিয়ে বাড়ছে টোম্যাটোর দাম, দেশের অনেক শহরেই এক কেজি টোম্যাটোর দাম ২০০ টাকার গণ্ডি ছুঁয়েছে। আশঙ্কা, পরের সপ্তাহে দেশের কোথাও কোথাও টোম্যাটোর দাম ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করল কেন্দ্র। দেশের রাজধানী দিল্লি, এনসিআর, পটনা, লখনউ-সহ কয়েকটি বড় শহরে ভর্তুকি দিয়ে টোম্যাটো বিক্রি শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক কেজি টমেটোর দাম ৯০ টাকা। দিল্লিতে শুক্রবারেই শুরু হয়েছে সেই উদ্যোগ। প্রতি গ্রাহক ভর্তুকি দেওয়া দামে ২ কেজির বেশি টোম্যাটো কিনতে পারবেন না।

অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্রের মাণ্ডি থেকে ওই টোম্যাটো কিনে এনে দিল্লি-সহ দেশের বড় শহরে বিক্রির ব্যবস্থা করেছে কেন্দ্র। বুধবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। শুক্রবার দিল্লির কয়েকটি কেন্দ্রে সকাল ১১টা থেকে তা চালু হল। ১১টি জেলাতে ৩০টি ভ্যান নিয়ে ঘুরে ঘুরে টোম্যাটো বিক্রি করা হবে বলে জানিয়েছে জাতীয় সমবায় গ্রাহক ফেডারেশন (এনসিসিএফ)।

শুক্রবার ১৭ হাজার কেজি টোম্যাটো বিক্রি করা হবে। সপ্তাহান্তে লখনউ, কানপুর, জয়পুর-সহ আরও কিছু শহরে ভর্তুকি দিয়ে টোম্যাটো বিক্রি করা হবে। শনিবার ২০ হাজার কেজি টোম্যাটো বিক্রির পরিকল্পনা রয়েছে এনসিএফের। ক্রমে তা বাড়িয়ে দিনে ৪০ হাজার কেজি বিক্রির পরিকল্পনা করেছে এনসিএফ।

উল্লেখ্য, জুনের শুরুতেও দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ৪০ টাকা কেজি দরে টোম্যাটো বিক্রি হয়েছে। তার পর ক্রমেই দাম বেড়েছে টোম্যাটোর। ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কোথাও কোথাও ২২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এই পরিস্থিতিতে গত বুধবার কৃষি বিপণন সংস্থা এনসিএফ এবং জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন (এনএফইডি)-কে পদক্ষেপ করার নির্দেশ দেয় কেন্দ্র। 

বৃষ্টির কারণে দেশে জুলাই-আগস্ট এবং অক্টোবর-নভেম্বরে টোম্যাটোর উৎপাদন কম হয়। তারই প্রভাব পড়ছে দামে। ন্যাশনাল কমোডিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-এর সিইও সঞ্জয় গুপ্ত একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ টোম্যাটোর দাম বৃদ্ধি পেতে থাকবে। ২ মাসের আগে কমবে না।

You might also like!