দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশে বিভিন্ন রাজ্যে মদের দামে অনেকটাই পার্থক্য দেখা যায়। এর কারণ হল মদের ওপর ভিন্ন রাজ্যের সরকার আলাদা আলাদা শুল্ক ধার্য করে থাকে। আবার যে রাজ্যে শুল্ক বেশি পরিমাণে দিতে হয় সেখানে চোরা চালানও বেশি মাত্রায় হয়ে থাকে। তাই, গোয়ায় যদি মদের দাম 100 টাকা হয়, তা কর্ণাটকে বেড়ে হয়ে যায় 500 টাকার বেশি।
দিল্লিতে সেই দাম থাকে 134 টাকা। দ্য ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত এটি দাবি করা হয়েছে। গোয়া এতদিন পর্যটন কেন্দ্র হিসেবেই জনপ্রিয় ছিল তবে মদের ওপর শুল্ক কমায় এখন সুরাপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। গোয়ায় মদের বোতলের এমআরপি অনুযায়ী এখানে ধার্য করা হয় 49 শতাংশ কর। উল্টোদিকে কর্ণাটকে 83 শতাংশ এবং মহারাষ্ট্রে 71 শতাংশ কর আরোপ করা হয়।