Business

1 year ago

Apple Bonds: 5.25 বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করল আইফোন নির্মাতা

Apple Bonds
Apple Bonds

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 5.25 বিলিয়ন ডলারের বিনিময়ে নিজেদের বন্ডের একটি বড় অংশ বিক্রি করল Apple Inc। বন্ড হল মূলত একটি ডেট। যদি একজন বিনিয়োগকারী কোনও কর্পোরেট সংস্থার বন্ড কেনেন তার অর্থ তিনি সেই কর্পোরেট সংস্থাকে অর্থ ঋণ হিসাবে প্রদান করছেন। যখন সংস্থাগুলির মূলধনের স্তর বৃদ্ধির প্রয়োজন হয়, তখনই তারা বন্ড ইস্যু করে।

একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ক্যালিফর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত বিখ্যাত আইফোন নির্মাণকারী সংস্থাটি পাঁচটি অংশে 5.25 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির বিনিময়ে তাদের বন্ড বিক্রি করেছে। সূত্রের খবর, সোমবারের মার্কিন ব্লু চিপ বন্ড মার্কেটে এই বন্ডগুলির বিনিময়ে 5 বিনিময়ের লক্ষ্যমাত্রা নিয়ে এসেছিল অ্যাপল। এই ক্ষেত্রে তাদের লক্ষ্যমাত্রার বেশিই ঋণ লাভ করেছে তারা। চুক্তির দীর্ঘতম অংশে একটি 30 বছরের বন্ড বিক্রি করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। সাধারণভাবে একইসময় জারি হওয়া স্বল্প মেয়াদী বন্ডগুলির তুলনায় দীর্ঘমেয়াদী বন্ডগুলি উচ্চতর লাভ বহন করে। তাই এই বন্ডগুলির চাহিদাও বেশি। অ্যাপল-এর এই 30 বছরের বন্ডটি তুলনামূলকভাবে 108 বেসিস পয়েন্ট প্রদান করবে। যে পয়েন্টটি প্রাথমিকভাবে আলোচনা হওয়া 135 বেসিস পয়েন্টের থেকে কম।

ব্লুমবার্গের একটি সার্ভের মাধ্যমে জানা গিয়েছে ডিলাররা এই সপ্তাহে 30 বিলিয়ন মার্কিন ডলার থেকে 35 বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন হাই-গ্রেড বন্ড বিক্রির আশা করছে। কারণ কর্পোরেট ঋণের বাজারের মধ্যে ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার লক্ষন দেখা যাচ্ছে। বুধবার কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং বৃহস্পতিবার প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স প্রকাশের আগে মোট 11টি কোম্পানি সোমবার প্রায় 22.55 বিলিয়ন মার্কিন ডলারের নতুন ঋণ ইস্যু করেছে।

সূত্রের খবর, অ্যাপলের বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এর মধ্যে স্টক পুনরায় ক্রয় করা, লভ্যাংশ প্রদান, কার্যকরী মূলধন, মূলধন ব্যয়, অধিগ্রহণ এবং ঋণ পরিশোধ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে সংস্থাটির কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি। অ্যাপল ছাড়াও গত সপ্তাহে বন্ড বিক্রির মাধ্যমে গত সপ্তাহে Meta Platforms Inc প্রায় 8.5 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে।


You might also like!