দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে মদের চাহিদা প্রবল। তবে এই মদের চাহিদা প্রবল হয়ে যায় যখন উৎসবের মরসুম আসে। তবের মদ থেকে উপার্জনের সিংহভাগই আসে হুইস্কি ও বিয়ার থেকে। সম্প্রতি বিভিন্ন দোকানে কম দামের মদ পাওয়া যাচ্ছে না। গ্রাহকদের বেশি টাকায় মদ কিনতে হচ্ছে। এক চতুর্থাংশ মদের বোতলের জন্য আরও 100 টাকা পর্যন্ত বেশি টাকা দিতে হচ্ছে সুরাপ্রেমীদের। 140 টাকার পরিবর্তে অনেক বেশি দামে মদ কিনতে বাধ্য হতে হয়। গ্রাহকরা 160 টাকা থেকে 240 টাকা পর্যন্ত বেশি খরচ করতে বাধ্য হচ্ছে। এমনই সমস্যা দেখা দিয়েছে দক্ষিন ভারতের তামিলনাড়ুতে। আগস্টের প্রথম সপ্তাহে, চাল থেকে উৎপাদিত ইথানলের ক্রয় মূল্য 4.75 টাকা প্রতি লিটার বেড়ে 60.29 টাকা প্রতি লিটারে এবং ভুট্টা থেকে উৎপাদিত ইথানলের দাম 6.01 টাকা প্রতি লিটার বেড়ে 62.36 টাকা প্রতি লিটার হয়েছে। 22 আগস্ট থেকে, ইথানলের দাম দাঁড়ায় 64 টাকা প্রতি লিটার। যা নির্ধারিত হার থেকে 15-17 শতাংশ বেশি৷