দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকাল 9:17 নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (BSE Sensex) প্রায় 0.20 শতাংশ অথবা 132.83 পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল 66133.99-এ। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি (NSE Nifty) প্রায় 0.18 শতাংশ অথবা 36.20 পয়েন্ট কমে হয় 19623.70।
এদিন নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100-এর সূচক প্রায় 0.30 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতিতে ছিল। আজ নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মিডিয়া এবং নিফটি কনজাম্পশনের সূচক বৃদ্ধি পেয়েছিল। এই সূচকগুলি যথাক্রমে 0.09, 0.15, 0.24, 0.32 এবং 0.12 শতাংশ ঊর্ধ্বগামী হয়। অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্কের সূচক সবচেয়ে বেশি পতনের মুখে পড়ে। এই সূচকগুলি যথাক্রমে 0.42, 0.15, 0.39, 0.15, এবং 0.31 শতাংশ হ্রাস পায়। তবে অনিশ্চয়তার সূচক ফের বেড়েছে লাফিয়ে। এদিন India VIX প্রায় 2.38 শতাংশ ঊর্ধ্বগামী হয়।
আজ বাজারের টপ গেনার্সদের তালিকায় রয়েছে Intellect Design Arena, Greenlam Industries, Ajanta Pharma, Kirloskar Oil Engines, NMDC Steel, Motilal Oswal Financial Services, Vesuvius India, এবং RBL Bank। এদিকে Shriram Pistons & Rings, Railtel Corporation of India, JK Lakshmi Cement, Blue Dart Express, Dr. Lal Pathlabs, Supreme Industries, Samvardhana Motherson International এবং Jyothy Labs -এর স্টকে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে।
এ বিষয়ে Geojit Financial Services -এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "বাজারে একাধিক ইতিবাচক এবং নেতিবাচক অবস্থান রয়েছে। নেতিবাচক অবস্থানগুলির মধ্যে মার্কিন দশ বছরের বন্ডের বৃদ্ধির হার পৌঁছেছে 4 শতাংশে। এদিকে ডলারের সূচক বৃদ্ধি পেয়ে হয়েছে 101.7। এছাড়াও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 83 মার্কিন ডলারে পৌঁছেছে। এদিকে গতকাল বিদেশি বিনিয়োগকারীরা 3979 কোটি টাকার স্টক বিক্রি করেছেন। এগুলির প্রভাব সরাসরি বাজারে পড়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপির সংখ্যা বাজারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারে।"
ভি কে বিজয়কুমার আরও জানিয়েছেন, "বিনিয়োগকারীরা স্মলক্যাপ স্টকগুলিকে অতিমূল্যায়ন করেছেন। এমন পরিস্থিতিতে এই ধরনের স্টক থেকে সতর্ক থাকতে হবে। লার্জক্যাপ স্টকগুলি দামি। কিন্তু এগুলি ঝুঁকিপূর্ণ স্মলক্যাপের তুলনায় অনেকাংশে নিরাপদ। অন্যদিকে, ফার্মা স্টকগুলিতে কার্যত প্রত্যাবর্তন দেখা গিয়েছে।"