Business

1 year ago

SBI Locker: গ্রাহকদের সংশোধিত লকার চুক্তি

Revised locker agreement for customers
Revised locker agreement for customers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লকার যাঁরা ব্যবহার করেন,সেই গ্রাহকদের শাখায় যোগাযোগের অনুরোধ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মূলত সংশোধিত লকার চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করেছে ব্যাঙ্ক। 2022 সালের 31 ডিসেম্বর অথবা তার আগে আপনি যদি লকার সংক্রান্ত চুক্তি জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে ফের একটি আপডেট করা লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এবং তা জমা দিতে হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, "গ্রাহকদের অধিকারগুলিকে অন্তর্ভুক্ত করে ব্যাঙ্কের পক্ষ থেকে একটি সংশোধিত লকার চুক্তি ইস্যু করা হয়েছে। যে গ্রাহকরা স্টেট ব্যাঙ্কে লকার পরিষেবা ব্যবহা করেন, তাঁরা লকার হোল্ডিং শাখায় যোগাযোগ করুন। এবং প্রযোজ্য লকার চুক্তি সম্পাদনের অনুরোধ জানানো হচ্ছে।"

2023 সালের 23 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের পরীক্ষা করা মডেল চুক্তিগুলির উপর ভিত্তি করে লকারের ডিল আপডেটের জন্য অনুরোধ করেছে। জানা গিয়েছে, 2023 সালের 31 ডিসেম্বর মডেল চুক্তি সম্পাদনের শেষ তারিখ।

রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারে বলা হয়েছে, "ব্যাঙ্কগুলিকে তাদের সমস্ত গ্রাহককে 2023 সালের 30 এপ্রিলের মধ্যে সংশোধিত মডেল চুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রাহকদের 50 শতাংশকে 30 জুন চুক্তিগুলি সম্পাদনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, 30 সেপ্টেম্বরের মধ্যে 75% গ্রাহক যাতে এই আপডেট করা চুক্তির আওতায় আসে তার পরামর্শ দেওয়া হচ্ছে।"শুধুমাত্র SBI নয়, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কও তাদের গ্রাহকদের কাছে একটি ইমেল পাঠিয়েছে। সেখানে গ্রাহকদের নতুন চুক্তি জমা দিলেও মডেল চুক্তির ভিত্তিতে তা জমার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও নিজের গ্রাহকদের রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার মেনে চলার জন্য সংশোধিত লকার চুক্তি শুরু করেছে। প্রসঙ্গত, 2022 সালের আগস্টে রিজার্ভ ব্যাঙ্ক এ বিষয়ে প্রথম সার্কুলার জারি করেছিল।


You might also like!