দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভিসা, মাস্টারকার্ড ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। কারণ সম্প্রতি RBI এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ছোটো ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থা যাতে এই কার্ডের মাধ্যমে কোনও বাণিজ্যিক লেনদেন না করতে পারে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে যাঁদের KYC নেই তাদের ক্ষেত্রে এই লেনদেন বন্ধ করা হয়েছে।
কী সমস্যা হতে পারে?
এবিষয়ে এক ফিনটেক সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই নির্দেশ জারি করার ফলে টিউশন ফি এবং বাড়ি ভাড়া মেটানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
কেন এই সিদ্ধান্ত?
নির্দিষ্ট করে RBI এর তরফে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যাদের KYC করা নেই এবং ওই কার্ডের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন করার অধিকার নেই সেই সব ব্যবহারকারীদের এই পরিষেবা থেকে দূরে রাখতেই নির্দেশিকা জারি করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই কার্ডের ব্যক্তিগত ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব পড়বে না। তবে শুধুমাত্র ছোটো ব্যবসায়ী এবং বাণিজ্যিক ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন।