দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে সোনার দামে সুখবর। শেষ কয়েকদিনে কলকাতায় সোনার দামে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। গত ৫ দিনে এতটুকুও বৃদ্ধি পায়নি সোনার দাম। 24 ফেব্রুয়ারি বেড়েছিল শেষ সোনার দাম। প্রতি 10 গ্রামে সোনার দাম 220 টাকা বেড়ে গিয়েছিল। এরপর থেকে হলুদ ধাতুর দাম আর বাড়েনি।
25 ফেব্রুয়ারি কলকাতায় সোনার দামে কোনও বদল আসেনি। 26 ফেব্রুয়ারি প্রতি 10 গ্রামে 100 টাকা কমে সোনার দাম। আবার 27 ফেব্রুয়ারি দামে বদল না এলেও, 28 ফেব্রুয়ারি 10 গ্রামে 10 টাকা দাম কমে সোনার। 29 ফেব্রুয়ারি ফের একবার স্থির সোনার রেট। শেষ পাঁচ দিনে সোনার দাম শহর কলকাতায় প্রতি 10 গ্রাম হিসেবে 110 টাকা কম হয়েছে।
শহরে 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 62830 টাকা। যা কিনা 6 দিন আগেও ছিল 62950 টাকা। এই সোনার দিয়ে মূলত সোনার গয়না তৈরি করা হয় না। 24 ক্যারেট সোনার বিশুদ্ধতা হল 99 শতাংশ। এই সোনা মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
22 ক্য়ারেট সোনার দাম: মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 57,590 টাকা। যা কিনা 6 দিন আগেও ছিল 57700 টাকা।
18 ক্যারেট সোনার দাম কত?
শহর কলকাতায় 18 ক্যারেট সোনার দাম সবচেয়ে কম। এই সোনাতেও হলমার্ক চিহ্ন পাওয়া যায়। এদিন কলকাতায় 18 ক্যারেট সোনার দাম রয়েছে 47120 টাকা।
এক ভরি সোনার দাম কত?
ভরি-র দামের হিসেব করলে 22 ক্য়ারেট সোনার 1 ভরি সোনার দাম রয়েছে 67,149 টাকা। এই দাম কিন্তু GST ছাড়া। অর্থাৎ এই দামের সঙ্গে যুক্ত হবে 3 শতাংশ জিএসটি। যা কিনা প্রায় 2000 টাকা। ফলে এক ভরি সোনার দাম হবে প্রায় 69000 টাকার উপরে। এছাড়াও, যুক্ত করা হয় মেকিং চার্জও। গয়না বানানোর ক্ষেত্রে যে কোনও প্রতিষ্ঠান বা কারিগরই চার্জ নেয়। এই চার্জ হতে পারে 3000 টাকা। ফলে 1 ভরি সোনার গয়না বানাতে খরচ হবে প্রায় 72000 টাকা।