Business

1 year ago

Reliance JioMart Layoff: 1000 কর্মীকে বরখাস্ত করল রিলায়েন্সের এই সংস্থা

Mukesh Ambani
Mukesh Ambani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সঙ্গে নিজেদের পরিচালন ব্যবস্থাকে যুক্ত করেছে রিলায়েন্স গোষ্ঠীর অনলাইন হোলসেল কোম্পানি জিওমার্ট। গত বছর থেকে বন্টন মূল্যের ক্ষেত্রেও কম দামে পরিষেবা প্রদান করেছে সংস্থাটি। এবার মুকেশ আম্বানির এই সংস্থাও ছাঁটাইয়ের পথে হাঁটল। ইতিমধ্যে প্রায় 1000 টিরও বেশি কর্মী ছাঁটাই করেছে কোম্পানিটি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে খরচ কমানোর জন্য আরও বড় ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। পাইকারি বিভাগ থেকে প্রায় 15000 জন কর্মীকে বাদ দেবে এই কোম্পানি। অর্থাৎ মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী কমাবে রিলায়েন্স গোষ্ঠীর সংস্থাটি।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, "কোম্পানিটি গত কয়েকদিনে তার কর্পোরেট অফিসের 500 জন এক্সিকিউটিভ-সহ 1000 জনকে পদত্যাগ করতে বলেছে। এরপর আরও একটি বড় ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে এই সংস্থার। ইতিমধ্যে পারফর্ম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যানের অধীনে ছাঁটাই করেছে সংস্থাটি।" তিনি আরও জানিয়েছেন, "রিলায়েন্স তাদের নির্দিষ্ট বেতন কমানোর পর বাকি সেলস কর্মীদের পরিবর্তনশীল বেতন কাঠামোতে রাখা হয়েছে।"রিলায়েন্সের বিজনেস- টু- বিজনেস ফর্ম্যাট বিভিন্ন ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে যোগসূত্র স্থাপন করে। মেট্রোর 3500 জন কর্মীর স্থায়ী সংযোজনের জেরে ব্যাকএন্ড এবং অনলাইন বিক্রির অপারেশনের ক্ষেত্রে বেড়েছে চাপ। এছাড়াও মুদিখানার বি- টু- বি বিভাগে গভীর ছাড় দিয়ে ব্যবসা শুরু করেছে এই সংস্থা। তবে উচ্চপদস্থ আধিকারিকদের কথায়, জিওমার্টের মাজিন উন্নত করা এবং ক্ষতির পরিমাণ কমানের লক্ষ্যে জোর দিতে চাইছে এই সংস্থা।

বর্তমানে কোম্পানিটি তাদের 150 কেন্দ্রের অর্ধেকেরও বেশি বন্ধের পরিকল্পনা করেছে। এগুলি সাধারণত আশেপাশের দোকানে মুদিখানা এবং সাধারণ দ্রব্য সরবরাহ করে। এ বিষয়ে অবশ্য রিলায়েন্স রিটেলের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে, গত সপ্তাহে খুচরা বিক্রেতা মেট্রো এজি তাদের ভারতের ক্যাশ অ্যান্ড ক্যারির ব্যবসা এবং 31 টি স্টোর রিলায়েন্সের কাছে 2850 কোটি টাকায় বিক্রি সম্পূর্ণ হওয়ার বিষয়ে ঘোষণা করেছিল।"

বিশেষজ্ঞদের মতে, কনজিউমার প্রোডাক্টের বড় অংশ বর্তমানে বিজনেস টু বিজনেসে স্থানান্তরিত হচ্ছে। সেজন্য বন্টন নেটওয়ার্কে সংস্থাগুলি জোর দিচ্ছে। পাশাপাশি,ইলেকট্রনিক বি-টু-বি -এর প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।



You might also like!