দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসল RBI. শীঘ্রই ব্যাঙ্কে কম হবে EMI- এর পরিমাণ। চলতি সপ্তাহেই সাধারণ মানুষের পকেটকে স্বস্তি দিয়ে লোনের উপর সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ফলে আশা করা যায়, ব্যাঙ্কগুলোও হোম লোন, কার লোনের মতো ঋণে সুদের হার কমিয়ে আনবে। ফলে আমজনতা আশা করতে পারেন যে, 2024 এর শুরু থেকেই ক্রমবর্ধমান মহার্ঘ ঋণ থেকে মুক্তি মিলবে। বিশেষজ্ঞরাও এ বিষয়ে আশাবাদী রয়েছেন। এক্ষেত্রে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাধারণ মানুষের ঋণের বোঝা হালকা করতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্ক 6 থেকে 8 ডিসেম্বর মানিটারি পলিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত করতে চলেছে। মনে করা হচ্ছে, এই বৈঠকেই রেপো রেট নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে RBI। যা সরাসরি ব্যাঙ্ক থেকে নেওয়া খুচরো ঋণকেই প্রভাবিত করবে। ফলে রেপো রেট পরিবর্তন হলে সাধারণ মানুষের ইএমআইও প্রভাবিত হবে।