Business

1 year ago

Glitch halts Toyota factories in Japan:জাপানে টয়োটার সব কারখানায় গাড়ির উৎপাদন স্থগিত

Production of cars at all Toyota factories in Japan has been suspended
Production of cars at all Toyota factories in Japan has been suspended

 

টোকিও : জাপানে সব কারখানায় গাড়ির উৎপাদন স্থগিত করল অটোমোবাইল জায়ান্ট টয়োটা। মঙ্গলবার উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয় গাড়ি তৈরির শীর্ষে থাকা এই কোম্পানিটি। এই সিদ্ধান্তের ফলে জাপানে গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছে।

টয়োটার একজন মুখপাত্র জানিয়েছেন, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এটি সাইবার হামলার কারণে হয়েছে বলে মনে করছে না কোম্পানিটি।

জানা যায়  সকালে টয়োটা জাপানের ১৪টি কারখানার মধ্যে প্রথমে ১২টিতে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেও। এর কিছুক্ষণ পরে তিনি আরও বলেছেন, ১৪টি কারখানায়ই উৎপাদন স্থগিত করা হবে। যন্ত্রাংশ ও গাড়ি উৎপাদন পুনরায় কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানি এখনও কিছু বলেনি। হঠাৎ এ বন্ধের কারণে ক্ষতির বিষয়েও কিছু জানায়নি তারা।

উল্লেখ্য, এই ১৪টি কারখানায় টয়োটার সারা বিশ্বে উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়।এর আগে গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। এক দিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছিল।


You might also like!