দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির প্রকোপে সবজি বাজারে যেন আগুন লেগেছে, এক সপ্তাহ আগেও আনাজের যা দাম ছিল, এক ধাক্কায় সেই দাম অনেকটা বেড়ে গিয়েছে। বিক্রেতারা জানাচ্ছেন,গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির কারনে কিছু আনাজ গাছ পচে গিয়েছে। যত আনাজের গাড়ি কলকাতায় আসার কথা, আদতে আসছে তার থেকে অনেক কম। সব মিলিয়ে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় দামের এই বাড়বাড়ন্ত।
বিক্রেতারা জানাচ্ছেন, এক সপ্তাহ আগে যেখানে বেগুনের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা কেজি, সেই বেগুনই বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। পাশাপাশি, লঙ্কার দামের ঝাঁঝে চোখে জল আসছে সাধারণের। তা ঘোরাফেরা করছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি! দাম বেড়েছে পটল, ঢেঁড়সেরও। সাদা পটলের দাম ৫০ থেকে ৬০ টাকা। ঢেঁড়সের দামও ৬০ টাকা ছুঁয়েছে।
গড়িয়াহাট বাজারের বাজার সমিতির সম্পাদক দিলীপ মণ্ডলের কথায়, ‘‘গত কয়েক দিনের বৃষ্টিতে বেশ কিছু আনাজ গাছ পচে গিয়েছে। আবার ক্যাপসিকামের মতো যে সব আনাজ ভিন্ রাজ্য থেকে আসে, সেগুলি আনতে গিয়ে বৃষ্টির জলে খারাপ হয়ে যাচ্ছে। দশ কেজি ক্যাপসিক্যাম কিনলে খারাপ বেরোচ্ছে এক কেজি! সেই সঙ্গে বৃষ্টির ফলে রাস্তার এত খারাপ অবস্থা যে, অনেক গাড়ি আসতে পারছে না।’’
অন্যদিকে রাজ্য টাস্ক ফোর্সের এক সদস্য জানান, কলকাতার বাজারগুলিতে বেশির ভাগ আনাজ আসে দুই ২৪ পরগনা, হুগলি এবং নদীয়া থেকে। ওই সব জেলা থেকে শহরে আসার রাস্তার অবস্থা এতই খারাপ যে, অনেকেই ট্রাক ভর্তি আনাজ আনতে সাহস পাচ্ছেন না। তিনি বলেন, ‘‘এতেই জোগান মূলত কমছে। তবে শীঘ্রই দাম সাধ্যের মধ্যে আসবে।’’